Header Ads

ব্লাকহোল কেন দেখা যায় না?


নক্ষত্র থেকেই ব্লাকহোলের জন্ম হয়। এ মহাবিশ্বে নক্ষত্র  গুলো প্রতিনিয়ত তাপ ও আলো নিঃসরণ করে তাদের জ্বালানি হারাচ্ছে। একসময় তার জ্বালানি শেষ হয়ে গেলে সে সংকুচিত হতে থাকে ফলে তার আয়তন কমে যায় এবং ঘনত্ব অনেক বেড়ে যায়।  ফলশ্রুতিতে তার মাধ্যাকর্ষণ শক্তি এতই বেড়ে যায় যে তার কাছে যেই যাক না কেন কেউ ফিরে আসতে পারে না। এসময় তার ভালবাসার টান এতই বেড়ে যায় যে, সর্বোচ্চ বেগে(৩লক্ষ কি.মি./সে.) চলমান আলোও আর ফিরে আসে না। নক্ষত্রের এই অবস্থাকে আমরা ব্লাকহোল বলি।
কোন বস্তুকে আমরা তখনই দেখতে পাই যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে।

যেহেতু্ ব্লাকহোল থেকে কোন আলো বেরিয়ে আসতে পারে না তাই আমরা তাদের দেখতে পাই না।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.