Header Ads

আসমান ও পৃথিবীর ৭ স্তর

মহাকর্ষ বলের প্রভাবে অনন্ত মহাকাশ ৭টি অঞ্চলে বিভক্ত হয়েছে। নবম শতাব্দীর মুসলিম বিজ্ঞানী আল-খারেজমী সপ্ত আকাশ সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যক্ত করেন। পরে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা তা প্রতিষ্ঠা করেন।

১ম স্তরঃ
সৌর জগতের ৪টি গ্রহ বুধ,শুক্র,পথিবী, মঙ্গল এ অঞ্চলে অবস্থিত।
২য় স্তরঃ
সৌরজগতের বাকী গ্রহ গুলোর অঞ্চল এটি। এর ব্যসার্ধ ৫ আলোক ঘন্টা।
৩য় স্তরঃ
এ অঞ্চলে আছে সূর্যসহ আরো কিছু নক্ষত্র এবং এর ব্যসার্ধ ২০ আলোক বর্ষ।
৪র্থ স্তরঃ
আমাদের ছায়াপথ Milky Way এ অঞ্চল জুড়ে বিস্তৃত, এর ব্যসার্ধ ৫০ হাজার আলোক বর্ষ।
৫ম স্তরঃ
প্রতিবেশী গ্যালাক্সি এন্ড্রোমিডা এখানে আছে এর ব্যাসার্ধ ২০ লক্ষ আলোক বর্ষ।
৬ষ্ট স্তরঃ
সুপার গ্যালাক্সি গুচ্ছের এলাকা। ব্যাসার্ধ সাড়ে ৭ কোটি আলোক বর্ষ।
৭ম স্তরঃ
অনন্ত মহাকাশ যার সীমা-পরিসীমা মানুষের অজানা।

আল-কুরানের ভাষ্যঃ
"তোমরা কি লক্ষ্য করে দেখ না, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে?"
(নূহঃ১৫) একই কথা বলা আছে সূরা বাকারাঃ ২৯, তালাকঃ ১২,মূ'মিনুনঃ৮৬ তে।
পৃথিবীরও ৭ টি স্তর আবিষ্কৃত যা ভূতাত্ত্বিক গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে.........
বায়ুমণ্ডল (Atmosphere) : এর উচ্চতা ভূপৃষ্ঠ হতে ৫০০ কিমি পর্যন্ত বিস্তৃত।
 অশ্মমণ্ডল (Lithosphere) : ভূ-ত্বকের নিম্নভাগ থেকে এর পুরুত্ব ১০০ কিমি।
নমনীয়মন্ডল (Aesthenosphere): অশ্মমণ্ডল এর পর থেকে এর গভীরতা ২৫০ কিমি।
মেসোমন্ডল (Mesosphere): নমনীয়মন্ডল থেকে ৩৫ কিমি পুরু।
বহিঃস্থল (Outer core): পুরুত্ব ২১০০ কিমি
অন্তঃস্থল (Inner core): এটি ভূগর্ভের সর্বশেষ স্তর।

আল-কুরানে আছেঃ
"তিনি সেই আল্লাহ যিনি সপ্ত আকাশ ও সপ্ত জমিন সৃষ্টি করেছেন।" (তালাকঃ ১২)

Closed Big Bang Theory : সাম্প্রতিক বৈজ্ঞানীক সমীক্ষা থেকে দেখা যায়, মহাকাশে নতুন নতুন নক্ষত্র
,কোয়াসার দিয়ে নতুন নতুন গ্যালাক্সি জন্ম হচ্ছে।  যার ফলে মহাজাগতিক গড় ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বিশাল পরিমানে কসমিক ডাস্ট বা মহাজাগতিক ধুলি এই ঘনত্বকে আরো তরান্বিত করছে। প্রতি বছর ১০ হাজার টন ধূলি শুধু পৃথিবীতে পতিত হয়। আমেরিকান বিজ্ঞানী Freeman বলেছেন, এভাবে গ্যালাক্সি গুলোর মধ্যকার ফাঁক পূরণ হয়ে গিয়ে মহাকর্ষ শক্তি যতেষ্ট শক্তিশালী হবে এবং সম্প্রসারণ বন্ধ হয়ে গিয়ে মহাবিশ্ব মহাসংকোচনের দিকে এগিয়ে যাবে। তিনি এই অবস্থার নাম দিয়েছেন Big Crunch।  অবশেষে পূনরায় একদিন এই মহাজগত একটি বিন্দুতে এসে বিস্ফোরিত হবে। এর নাম Closed Big Bang।
পবিত্র কোরানে এই  Closed Big Bang এর বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট ঃ
"সেদিন আমি মহাবিশ্বকে গুটিয়ে নেব যেমনি বইয়ের পৃষ্ঠাগুলোকে গুটিয়ে নেয়া হয়। আর প্রথমবার সৃষ্টি করার সময় যেভাবে (Big Bang) সংঘটিত করেছিলাম, অনূরূপ সে ঘটানার পূনরাবর্তন করব ( ক্লোজড বিগ ব্যাং)।" ( আম্বিয়া ঃ ১০৪)
Source : সাইরেণ-২
মুহাম্মদ জামশেদুল আলম চৌধুরী(ফিচার লেখক ও অনুবাদক)

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.