তোমার রহম দিয়ে আমার হৃদয়টা পূর্ণ করে দাও (tumar raham diya amar ridoyta porno kore dao) lyrics লিরিক্স
______তোমার রহম দিয়ে আমার______
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
ভালবাসা দিয়ে তোমার, আমায় আপন করে নাও।(২)
পথে হারা এক বান্দা তোমার, করছি মোনাজাত বারেবার।(২)
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
ভালবাসা দিয়ে তোমার, আমায় আপন করে নাও।
তোমারি রহমের শীতল ছায়ায়, বৃক্ষ যেমন সবুজ গজায়,
তোমারি করুণার অঝর খরায়, প্রখর রোদেও বৃষ্টি নামায়।(২)
তোমারি রহম আর করুণা, আমার এই শুধু কামনা,
দাও দয়াময় ওগো রহিম, চাইনা কিছুই আমি আর।
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
ভালবাসা দিয়ে তোমার, আমায় আপন করে নাও।
হাজার পৃথিবী জুড়েও যদি, তোমারি রহম বর্ষিত হয়,
তিল সমতা ঝড়েও গেছে, এমনটি বলার নেই যে উপায়।(২)
তোমারি রহম আর করুণা, আমার এই শুধু কামনা,
দাও দয়াময় ওগো রহিম, চাইনা কিছুই আমি আর।
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
ভালবাসা দিয়ে তোমার, আমায় আপন করে নাও।(২)
পথে হারা এক বান্দা তোমার, করছি মোনাজাত বারেবার।(২)
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
ভালবাসা দিয়ে তোমার, আমায় আপন করে নাও।
তোমারি রহমের শীতল ছায়ায়, বৃক্ষ যেমন সবুজ গজায়,
তোমারি করুণার অঝর খরায়, প্রখর রোদেও বৃষ্টি নামায়।(২)
তোমারি রহম আর করুণা, আমার এই শুধু কামনা,
দাও দয়াময় ওগো রহিম, চাইনা কিছুই আমি আর।
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,
ভালবাসা দিয়ে তোমার, আমায় আপন করে নাও।
হাজার পৃথিবী জুড়েও যদি, তোমারি রহম বর্ষিত হয়,
তিল সমতা ঝড়েও গেছে, এমনটি বলার নেই যে উপায়।(২)
তোমারি রহম আর করুণা, আমার এই শুধু কামনা,
দাও দয়াময় ওগো রহিম, চাইনা কিছুই আমি আর।
তোমার রহম দিয়ে আমার, হৃদয়টা পূর্ণ করে দাও,

No comments